বরিশাল সিটি কর্পোরেশনের উদ্যোগে মাস ব্যাপী খাল পরিস্কার ও পরিচ্ছন্নতা কর্মসূচী শুরু হয়েছে। সোমবার সকাল ১১ টায় নগরীর চৌমাথা এলাকার নবগ্রাম খাল এ এই পরিচ্ছন্নতা কর্মসূচীর উদ্বোধন করেন। পরে বিসিসি মেয়র নিজেই এস্কাভেটর চালিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেন।। এসময় উপস্থিত ছিলেন বরিশালের জেলা প্রশাসক জসীমউদ্দীন হায়দার।
বিসিসি কর্তৃপক্ষ জানিয়েছে, আসন্ন বর্ষা মওসুমে নগরীতে যাতে জলাবদ্ধতার সৃষ্টি না হয় সেজন্য নগরীতে বহমান ও দখল হয়ে যাওয়া খালগুলো পুনরুদ্ধার ও পরিস্কার পরিচ্ছন্নতার কর্মসূচী নেয়া হয়েছে। আপাতত নগরীর নবগ্রাম খাল লাকুটিয়া, জেলখাল, আমানতগঞ্জ খাল ও সাগরদী খাল সহ প্রধান প্রধান খালে এই পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে।
বরিশাল সিটি কর্পোশেনের পরিচ্ছন্নতা কর্মকর্তা ডা. রবিউল ইসলাম জানান, এর আগে জরিপে বরিশাল সিটি কর্পোশেনের অধীনে ৪৬ টি খালের অস্তিত্ব থাকার কথা থাকলেও এর মধ্যে অন্তত অর্ধেক খাল দখল ও দূষনে অস্তিত্ব হারিয়েছে। এসব খালের উদ্ধারও সৌন্দর্যবর্ধন করার লক্ষে বরিশাল সিটি কর্পোরেশনের উদ্যোগে একটি প্রকল্প গত ২বছর ধরে দেয়া হলেও এখন পর্যন্ত এই প্রস্তাব আলোর মুখ দেখেনি।
বিসিসি সূত্রটি জানায় ২৭০০ কোটি টাকার উপরে এই প্রকল্পটি সংশোধন করে গত ১ বছর আগে পুনরায় জমা দেয়া হলেও এখন পর্যন্ত স্থানীয় সরকার মন্ত্রণালয়ে রয়েছে।
বিসিসির এই অভিযানের দায়িত্বে থাকা মেয়রের একান্ত কর্মকর্তা মোস্তাফা জামান জানান, নবগ্রাম খালের চৌমাথা পয়েন্টে, বগুড়া রোড সংলগ্ন, সরকারী বালিকা বিদ্যালয় সংলগ্ন পয়েন্ট জেলখালের লাকুটিয়া পয়েন্ট সহ বেশ কিছু পয়েন্ট আমরা চিহ্নিত করেছি, যেগুলিতে ড্রেনের সাথে খালের সংযোগ ভরাট হয়ে গেছে। আমরা এগুলি পরিচ্ছন্নতা করে খাল ও ড্রেনের প্রবাহ ফিরিয়ে আনব।
বরিশালেরর সিটি মেয়র জানান, বিগত বছরে বরিশালে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল। বর্ষা মওসুমে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে জনগনের যাতে ভোগান্তির কারন না হয় সেজন্য আমরা এবার আগেভাগে খালগুলো পরিস্কার করে রাখছি। বিসিসির নিজ্স্ব তহবিল থেকেই এর অর্থ সংস্থান করা হয়েছে।