জো বাইডেন আমেরিকার প্রথম প্রেসিডেন্ট যিনি ১৯১৫ সালের আর্মেনিয়ার হত্যাকাণ্ডকে গণহত্যা আনুষ্ঠানিকভাবে গণহত্যা বলেছেন।
হত্যাকাণ্ডগুলো ঘটেছিল প্রথম বিশ্বযুদ্ধে অটোম্যান সাম্রাজ্যের শেষের দিকে এটি আধুনিক তুরস্কে রূপান্তরের ঠিক আগ মুহূর্তে।
বিষয়টি খুব সংবেদনশীল। তুরস্ক হত্যাকাণ্ডের কথা স্বীকার করলেও “গণহত্যা” অস্বীকার করে।
তুরস্কের পররাষ্ট্র মন্ত্রী মেভলুত সাভুসোগলু গত শনিবার বলেন যে এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে তুরস্ক সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে।
তিনি বলেন, “আমরা কারও কাছ থেকে আমাদের ইতিহাসের পাঠ নেব না।”
এরপর তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় আঙ্কারার কঠোর প্রতিক্রিয়া জানানোর জন্য যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে তলব করে।
ন্যাটো জোটের মিত্র হিসেবে তুরস্কের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার আশংকায় যুক্তরাষ্ট্রের পূর্ববর্তী প্রশাসনগুলো তাদের আনুষ্ঠানিক বক্তব্যে কখনও ‘গণহত্যা’ শব্দটি ব্যবহার করেনি।
অধিকাংশ ইতিহাসবিদ বলেন আর্মেনিয়ার গনহত্যায় ১০ লক্ষের বেশি লোক মারা যায়। কিন্তু তুরস্ক বলে ৩ লাখের মত মানুষ যুদ্ধের সংঘর্ষে মারা যায়।