মুম্বাইয়ের ‘অক্সিজেন ম্যান’ শাহনেওয়াজ সেখ

সাময়িকী ডেস্ক
সাময়িকী ডেস্ক
2 মিনিটে পড়ুন
ছবি সংগৃহিত

মুম্বাই নিবাসী একজন করোনা যোদ্ধা শাহনেওয়াজ সেখ। নিজের 22 লক্ষ টাকা দামের গাড়ি বিক্রি করার অর্থ দিয়ে করোনা রোগীদের জন্য অক্সিজেন সিলিন্ডার কিনেছেন শাহনেওয়াজ।

জানা গেছে, দেশের সকল রাজ্যের মধ্য থেকে মহারাষ্ট্রের করোনা পরিস্থিতি সব থেকে বেশি ভয়াবহ। মুম্বাইয়ের হাসপাতালগুলিতে অক্সিজেনের অভাব দেখা দিয়েছে। অক্সিজেনের অভাবে চূড়ান্ত হয়রানির শিকার হচ্ছে মুম্বাইয়ের বাসিন্দারা।

গণমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে জানা গেছে, গত বছর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শাহনেওয়াজ শেখের এক বন্ধুর পত্নী মারা যান। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে অক্সিজেনের অভাবে ওই নারীর মৃত্যু হয়। বন্ধু পত্নীর মৃত্যুর ঘটনা নাড়িয়ে দেয় শাহনেওয়াজকে। এরপর থেকে তিনি কয়েকজনকে নিয়ে করোনার প্রতিরোধের লড়াইয়ে নামের তিনি। এলাকায় মধ্যে যারই অক্সিজেনের প্রয়োজন হচ্ছে শাহনেওয়াজ তার দল নিয়ে সেখানে পৌঁছে যাচ্ছেন অক্সিজেন সিলিণ্ডার নিয়ে।

gggggg মুম্বাইয়ের ‘অক্সিজেন ম্যান’ শাহনেওয়াজ সেখ
টুইটার থেকে সংগৃহিত

শুধু তাই নয়, করোনা রোগীদের অক্সিজেন সরবরাহ করতে নিজের ২২ লাখ রুপি মূল্যের গাড়ি বিক্রি করে দিয়েছেন মুম্বাইয়ের এই যুবক। শাহনেওয়াজকে এখন এলাকার মানুষ ‘অক্সিজেন ম্যান’ নামে ডাকেন।

- বিজ্ঞাপন -

ভারতের সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, করোনার দ্বিতীয় তরঙ্গে সব থেকে বেশি যে চিকিৎসা উপাদান প্রয়োজন হচ্ছে তার মধ্যে অন্যতম অক্সিজেন। শাহনওয়াজের এলাকাতেও অক্সিজেনের চাহিদা বাড়তে শুরু করেছে। কিন্তু অক্সিজেন সিলিন্ডার হাতে নিয়ে মানুষের পাশে দাঁড়াতে যে পরিমাণ অর্থ প্রয়োজন, তা তাদের হাতে নেই। তাদের কন্ট্রোল রুমে অক্সিজেন চেয়ে একের পর এক ফোন আসতে শুরু করে। যে যুদ্ধ শাহনেওয়াজরা শুরু করেছেন তার শেষ দেখে ছাড়তে চান। যুদ্ধ ক্ষেত্র ছেড়ে পালাতে রাজি নন শাহনেওয়াজ। তাই বাড়তি অক্সিজেনের চাহিদা মেটাতে টাকার জোগাড় করতে শেষ পর্যন্ত নিজের ২২ লক্ষের ফোর্ড এনডোভার বেচে দিয়েছেন শাহনেওয়াজ।

গাড়ি বিক্রির টাকা দিয়ে নতুন করে মোট ১৬০টি অক্সিজেন সিলিন্ডার কিনেছেন শাহনেওয়াজ। এখনও পর্যন্ত তারা চার হাজার মানুষকে সাহায্য করেছেন তিনি।

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!