পশ্চিমবঙ্গের নদিয়া জেলার ফুলিয়ায় ‘জয় শ্রীরাম’ না বলায় এক চা দোকানির বিরুদ্ধে একটি বাচ্চাকে বেধড়ক পিটিয়ে অজ্ঞান করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, গত ১৯শে এপ্রিল সোমবার একটি দশ বছরের বাচ্চা ছেলে স্থানীয় একটি চায়ের দোকানের সামনে বসে ছিল। চা দোকানদার মহাদেব প্রামাণিক ঐ শিশুটিকে ‘জয় শ্রীরাম’ বলতে বললে তার জবাবে বাচ্চাটি বলে ‘খেলা হবে’। একথা শুনেই ভয়ঙ্কর রেগে যায় মহাদেব এবং বাচ্চাটিকে ধরে পেটাতে থাকে। লাথি, ঘুষি, চড় খেয়ে বাচ্চাটি এক সময় অজ্ঞান হয়ে যায়। এরপর স্থানীয় জনতা তাকে প্রথমে শান্তিপুর হাসপাতালে ভর্তি করে। পরে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, চা দোকানী মহাদেব প্রামাণিকের স্ত্রী মিঠু প্রামাণিক বিজেপি’র মহিলা মোর্চার নেত্রী। তিনি স্বামীর এমন কাজ করা উচিত হয়নি বলে স্বীকার করেন। পলাতক থাকায় মহাদেবকে এখনও গ্রেপ্তার করা যায়নি বোলে জানিয়েছে পুলিশ। এই ঘটনা নিয়ে যথারীতি তৃণমূল ও বিজেপি’র মধ্যে বিরোধ শুরু হয়েছে। এ ঘটনার প্রতিবাদে তৃণমূল রাস্তা অবরোধ করে রেখেছিল।