কিউবার কমিউনিস্ট পার্টি মিগুয়েল দিয়াজ-কানেলকে রাউল কাস্ত্রোর উত্তরাধিকার হিসেবে কমিউনিস্ট পার্টির প্রথম সচিব হবে বলে ঘোষণা করেছে।
দিয়াজ-কানেল ২০১৮ সালে রাউল কাস্ত্রো পরবর্তী কিউবার প্রেসিডেন্ট হন। এখন তিনি কমিউনিস্ট পার্টিরও প্রধান হবেন।
এই পরিবর্তনের মাধ্যমে ১৯৫৯ সালে কিউবা বিপ্লবের পর এই প্রথম কাস্ত্র পরিবারের বাইরের কারো হাতে কিউবার ক্ষমতা গেল। তবে দিয়াজ-কানেলকে কাস্ত্রো ভ্রাতৃদ্বয় এবং তাঁদের অর্থনৈতিক মডেলের প্রতি আস্থাশীল।
শুক্রবার, ১৬ই এপ্রিল রাউল কাস্ত্র পার্টি কংগ্রেসের প্রথম দিন কমিউনিস্ট পার্টির প্রথম সচিব পদ থেকে পদত্যাগ করেন। তিনি ২০১১ সাল থেকে এই পদে ছিলেন যখন তিনি টার বড় ভাই ফিদেল কাস্ত্রোর স্থলাভিষিক্ত হয়েছিলেন।
ফিদেল ও রাউল দুই ভাই ১৯৫৯ সালের কিউবা বিপ্লবের পর থেকে দেশটি শাসন করেছে স্বৈরাচার জেনারেল ফুলজেন্সিও বাতিস্তার সরকারকে উচ্ছেদ করে।