উত্তরবঙ্গের ঠাকুরগাঁওয়ে লিচু গাছে আম ধরার খবর পাওয়া গেছে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
গত বরিবার ঠাকুরগাঁও সদর উপজেলার ছোটবালিয়া সিংগিয়া কোলনীপাড়া গ্রামের একটি লিচু গাছে একটি আম ধরেছে বলে গাছের মালিক ও স্থানীয়রা জানা। গাছের মালিকের নাম আব্দুর রহমান।
জানা গেছে, আব্দুর রহমানের বাড়ির ওই লিচু গাছে ধরা লিচুগুলো এখনও আকারে ছোট। লিচুর একটি গোছায় লিচুর সঙ্গে একটি আম প্রথমে দেখতে পান গাছের মালিকের নাতি হৃদয়। বিষয়টি তার দাদাকে জানান হৃদয়। পরে বিষয়টি পুরো এলাকার লোকজনের মাঝে ছড়িয়ে পড়ে। এলাকা ও এলাকার বাইরের মানুষেরা দেখতে এসে ভীড় জমায়।
গাছের মালিক আব্দুর রহমান বলেন, নাতির কাছে শুনে অবাক হয়েছি যে লিচু কাছে আম কেমনে ধরে? পরে নিজের চোখে দেখার পরে বিশ্বাস করি।
এ বিষয়ে বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরে আলম মুক্তি বলেন, এ জাতীয় অলৌকিক ঘটনা এর আগে চোখে পড়েনি।
ঠাকুরগাঁও সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষ্ণ রায় বলেন, ঘটনাটি শুনেছি। প্রকৃত ঘটনা জানার চেষ্টা চলছে।