সংবাদ মাধ্যম থেকে জানা যায় ভূমি বিরোধ নাঙ্গারহার প্রদেশের এই হত্যাকাণ্ডের সুত্রপাত।
আফগানিস্তানের নাঙ্গারহার প্রদেশের একটি মসজিদে গুলি করে একটি পরিবারের আট জন সদস্যকে হত্যা করা হয়।
এটি ঘটানো হয় শনিবার ১৭ই এপ্রিল রাতে জালালাবাদ শহরে। নাঙ্গারহার প্রদেশের গভর্নর জিয়াউল হক আমারখিল মনে করেন ঘটনাটির সূত্রপাত একটি ভূমি বিরোধ।
পাঁচ ভাই এবং তাঁদের তিন কাজিন বন্দুকধারীদের গুলিতে মারা যান।
আমারখিল আল জাজিরাকে বলেন, “গোলাগুলির ঘটনা ঘটে রমজানের তারাবীহ নামাজের সময়। এটি একটি পরকল্পিত ঘটনা। প্রাথমিক তথ্য অনুযায়ী এটি একটি ভূমি বিরোধ থেকে ঘটেছে।
ভূমি বিরোধ আফগানিস্তানের একটি সাধারণ ঘটনা। এখানে তথাকথিত রক্তের শত্রুতা দশকের পর দশক ধরে সন্ত্রাসের ঘটনা পরবর্তী প্রজন্মের মধ্যে সঞ্চারিত হয়।
গত বছর এপ্রিলে একই প্রদেশে কমপক্ষে ছয় জন আদিবাসীকে হত্যা এবং কুড়ি জনকে জখম করা হয়। কয়েক দিন ধরে সংঘর্ষ চলতে থাকে সেখানে।
নাঙ্গারহার তালিবান এবং আইসিল এর শক্তিশালী ঘাটি। প্রদেশটি সমতল কৃষি জমি সমৃদ্ধ। এটি আফগানিস্তানের কৃষির জন্য গুরুত্বপূর্ণ এলাকা।