করোনাকালে স্বাস্থ্যবিধি ও আরোপিত কঠোর নিষেধাজ্ঞা প্রতিপালন নিশ্চিতে মৌলভীবাজার জেলায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
প্রশাসনের পরিচালিত এই অভিযান ১৮ এপ্রিল রবিবার বেলা দুপুর ৩টা থেকে শুরু হয়ে রাত অব্দি অভিযান অব্যাহত রয়েছে। ম্যাজিষ্ট্রেট তানিয়া সুলতানার নেতৃত্বে শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয় এবং অর্ধশতাধিক ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানকে স্বাস্থ্যবিধি ও আরোপিত কঠোর নিষেধাজ্ঞা অমান্য করায় ৪০,৮০০ শত টাকা জরিমানা প্রদান করেন। অভিযানে সহযোগিতা করেন মৌলভীবাজার সদর থানা পুলিশ।