লকডাউনের মধ্যে ত্রাণ ও রেশনের দাবীতে খালি রিক্সা নিয়ে বিক্ষোভ মিছিল করেছে বরিশালের রিক্সা শ্রমিকেরা। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) এর শ্রমিক ফ্রন্টর আহবানে, বুৃধবার সাড়ে ১১ টায় পাঁচ শতাধিক রিক্সা শ্রমিকের এই বিক্ষোভ মিছিল নগরীর অশ্বিনী কুমার হলের সামনে দিয়ে শুরু হয়। পরে এই বিক্ষোভ মিছিলটি নগরীর সদর রোড, হাসপাতাল রোড, নথুল্লাবাদ আমতলা মোড় সহ নগরীরর গুরুত্বপূর্ণ সড়কগুলি প্রদক্ষিণ করে। পরে সিটি কর্পোরেশনের সামনে বিক্ষোভ সমাবেশের মাধ্যমে কর্মসূচী সমাপ্তি ঘোষণা করা হয়।
এসময় রিক্সা শ্রমিকরা ’কেউ ভাবেতো কেউ খাবে না-তা হবে না, তা হবে না’ ‘ খাওন না দিলে লক ডাউন মানবো না’ লকডাউনের মধ্যে ১ মাসের খাবার ও ৫ হাজার টাকা দিতে হবে দিয়ে দাও’ ‘ শ্রমিকের জন্য রেশন চালু করতে হবে’ শ্লোগান দেয়।
রিক্সা শ্রমিক বাচ্চু জানান, আমারা রিক্সা চালাইয়া খাই, রিকশা বন্ধ হলে কি খাইয়া থাকমু, আগে হেই ব্যবস্থা না করেই লকডাউন চলছে।
প্রবীন রিক্সাচালক কুদ্দুস ভাই জানান, আমরা প্রায় ৬/৭ শ মানুষ রিক্সা নিয়ে বাইর হইছি, রাস্তায় বাইর হলে পুলিশ আমাদের হয়রানী করে-আমরা কি তয় না খাইয়া থাকমু।’
সমাজতান্ত্রিক শ্রমিক ফন্টের সাধারণ সম্পাদক মানিক হাওলাদার, জানান, বিগত লকডাউনের সময়ে সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসকের কাছ থেকে কিছু সহায়তা পাওয়া গেলেও এবারে কোন তরফ থেকে কিছু পাওয়া যাচ্ছে না।
রিক্সা ভ্যান চালক ও শ্রমিক ইউনিয়নের সভাপতি দুলাল মল্লিক জানান, বরিশালে ৫ /৬ হাজার রিক্সা শ্রমিক রয়েছে, এদের অধিকাংশই আর্থিক দুরাবস্তায় থাকলেও এদের নিয়ে কেউ চিন্তা করছে না।
আরেকজন রিক্সাচালক জানান, অনেকেই রিক্সা না চালাতে পেরে গ্রামে চলে গেছেন, অনেকে বস্তিতে কোন রকমে দিন কাটাচ্ছেন।
বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, এখন পর্যন্ত তাদের খোজ খবর নিতে কেউ আসে নি।
বাসদ বরিশাল মহানগর কমিটির সদস্য সচিব ডা. মণীষা চক্রবর্তী জানান, আমরা লকডাউনের বিরোধিতা করছি না, আমরা গরীব, অসহায় শ্রমিক যারা দিন আনে দিন খায় তাদের রুজি ও রেশনের দাবী করছি, আমরা তাদের ফ্রি করোনা পরীক্ষার দাবী করছি, যাতে করে একটি মানুষও না খেয়ে কষ্ট না পায়। এটি নিশ্চিত করার দায়িত্ব সরকারের।