করোনা ভাইরাস: বাংলাদেশে করোনায় একদিনে ১০১ মৃত্যুর রেকর্ড

সাময়িকী ডেস্ক
সাময়িকী ডেস্ক
2 মিনিটে পড়ুন


বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম বারের মতো একদিনে একশো’র বেশি মানুষের মৃত্যু হয়েছে। করোনা ভাইরাস আক্রান্তের হার বহুগুণে বেড়ে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।

শুক্রবার (১৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন চার হাজার ৪১৭ জন, এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন সাত লাখ ১১ হজাার ৭৭৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন পাঁচ হাজার ৬৯৪ জন। করোনা থেকে মোট সুস্থ হলেন ছয় লাখ দুই হাজার ৯০৮ জন।

দেশে করোনা সংক্রমণের আজ ৪০৫তম দিনে একশ’ জনের বেশী মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন। ২০২০সালের ৮ মার্চ দেশে প্রথম তিন জন রোগী শনাক্তের কথা জানায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। এর ঠিক ১০ দিন পর ১৮ মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগীর মৃত্যুর খবর জানানো হয়। গত ১৪ই এপ্রিল বাংলা নববর্ষের দিনে মারা যান ৯৬ জন রোগী। গত ১৫ই এপ্রিল মারা যান ৯৪ জন, এর মধ্য দিয়ে বাংলাদেশে করোনায় মৃতের সংখ্যা ১০ হাজার ১৮২জন।

k করোনা ভাইরাস: বাংলাদেশে করোনায় একদিনে ১০১ মৃত্যুর রেকর্ড
সংগৃহিত

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মোট ২৫৭টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১৮ হাজার ৯০৬ জনের। দেখা গেছে, নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ২৩.৩৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ রোগ থেকে সুস্থ হয়েছেন ৫,৬৯৪ জন।

- বিজ্ঞাপন -

দেশে এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৫১ লাখ ৩৪ হাজার ৪৭৮টি। তার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ৩৮ লাখ ২৪ হাজার ২৩৯টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ১৩ লাখ ১০ হাজার ২৩৯টি।

এখন পর্যন্ত বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সাত হাজার ৫৬৬ জন পুরুষ এবং দুই হাজার ৬১৬ জন নারী।

গত ২৪ ঘণ্টায় ১০১ জনের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৯৪ জন এবং বাসায় মারা গেছেন সাত জন। আর মৃত্যুবরণ করা ব্যক্তিদের মধ্যে পুরুষ ৬৭ জন, আর ৩৪ জন নারী রয়েছে।

এ বছর মার্চের শুরু থেকেই ঊর্ধ্বগতিতে বাড়ছে করোনা সংক্রমণ ও শনাক্তের হার। একই সাথে বাড়ছে মৃত্যুর হারও।

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!