গতকাল বুধবার নাটোরের বড়াইগ্রাম উপজেলার মাঝঁগাও ইউনিয়নের ঢুলিয়া গ্রামে মসজিদের ইমামতি নিয়ে দ্বন্দ্বে ৮জন আহত হয়েছে। বুধরার বিকেল ৪টায় এই ঘটনা ঘটে।
আহতদের বড়াইগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজিত ও মজির উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক।
এলাকীবাসী ও স্থানীয়রা জানান, ঢুলিয়া পশ্চিম পাড়া জামে মসজিদের ইমামতি করে বরাত আলী, বরাত আলীকে বাদ দিয়ে আজ ফজরের নামাজ জোর করে পড়ান সুকচান আলী, এতে মুল্লিদের মধ্য সমালোচনা শুরু হয়। পরবর্তীতে যোহরের নামাজে ইমামতি করেন বরাত আলী। সেই সময় সুকচান ও মোসলেম মহুরী নামাজ না পড়ে চলে যাবার সময়, উপস্থিত গ্রামবাসীর সামনে মোসলেম মহুরী নিজ অনুসারীদের সংঘবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং সংঘর্ষ লিপ্ত হওয়ার নির্দেশ দেন।
বিকালে আসর নামাজের উদ্দেশ্যে আগত মুসুল্লিরা নামাজ পড়ার জন্য মসজিদে ওজু করতেছিল। সে সেই সময় মসলেম মহুরি ও সুকচান এর নেতৃত্বে লাঠি সোটা হাসুয়া দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে এই সময় নিরস্হ মুসুল্লিরা আহত হয় আহতের মধ্য আজিত ও মজির উদ্দিনের অবস্থা আশংকাজনক ৪ জন হাসপাতালে ভর্তি আছে আর চার জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
পুলিশ উপ-পরিদর্শক কামারুজ্জান জানান, পরিস্থিতি শান্ত আছে এবং মামলার প্রস্তুতি চলছে।