লকডাউন প্রতিপালনে কঠিন আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন মৌলভীবাজার জেলা প্রশাসক।
১৪ এপ্রিল ২০২১ইং থেকে সারাদেশ জুড়ে লকডাউন ও স্বাস্থ্যবিধি মানাতে সচেতনতামূলক ক্যাম্পেইনে মাঠেন নামেন স্বয়ং জেলা প্রশাসক। এ সময়ে তিনি কঠোর নিষেধাজ্ঞা প্রতিপালন নিশ্চিতে মৌলভীবাজার শহর ঘুরে সকলকে সচেতন করলেন জেলা প্রশাসক। অভিযানে ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও। আরও সঙ্গে ছিলেন র্যাব ও পুলিশ সদস্যরা।
জেলা প্রশাসক মীর নাহিদ আহসান মন্ত্রিপরিষদ থেকে জারিকৃত ১৩টি নিষেধাজ্ঞা জানিয়ে সবাইকে তা মেনে চলার আহ্বান জানান।
জানা গেছে, আজ ১৩ এপ্রিল ২০২১ থেকে মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান করোনা মহামারী সংক্রমণ প্রতিরোধে আগামীকাল ১৪ এপ্রিল থেকে সরকারি নির্দেশনা আরোপিত নিষেধাজ্ঞা প্রতিপালন নিশ্চিতে মৌলভীবাজার শহরের বিভিন্ন স্থানে ঘুরে সকলকে সচেতন করেন। এ সময় তিনি সতর্কবার্তার পাশাপাশি মাস্ক এবং লিফলেট বিতরণ করেন। জেলা প্রশাসক মীর নাহিদসহ উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান,অতিরিক্ত ম্যাজিষ্ট্রেট তারিয়া সুলতানা ও রেপিড একস্যান ব্যাটেলিয়ান ৯।
এসময় আরোপিত নিষেধাজ্ঞা অমান্য করায় দায়ে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ৪০ ব্যাক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানকে ৫৭,০০০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন এবং সরকারের দেয়া নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।