মৌলভীবাজারে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানার পরিচালনায় আজ ১১ এপ্রিল ২০২১ ইং মৌলভীবাজার শহরে মাস্ক পরিধান ও অন্যান্য স্বাস্থ্যবিধি প্রতিপালন এবং সন্ধ্যা সাতটার মধ্যে দোকানপাট ও শপিংমল বন্ধ রাখা নিশ্চিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারী অরোপিত নির্দেশনা মানা এবং সন্ধ্যা সাতটার মধ্যে দোকানপাট ও শপিংমল বন্ধ রাখা নিশ্চিতকরণে মৌলভীবাজার শহরে মোবাইল কোর্ট পরিচালনা করেছে মৌলভীবাজার জেলা প্রশাসন। মোবাইল কোর্ট পরিচালনাকালীন সময়ে মাস্ক পরিধান ও অন্যান্য স্বাস্থ্যবিধি না মানায় ৩৬ ব্যাক্তি ও প্রতিষ্ঠানকে মোট ৩০,৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেছে ম্যাজিস্ট্রেট।
মোবাইল কোর্ট পরিচালনাকালে সহযোগিতা করেন মৌলভীবাজার সদর থানা পুলিশ।