গ্রিসের রাজধানী এথেন্সে ইয়র্গস কারাইভাস নামে অপরাধবিষয়ক একজন সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে।
সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, গত শুক্রবার এথেন্সের আলিমোস এলাকায় নিজের বাড়ির সামনেই মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি তাকে ছয়টি গুলি করে হত্যা করেছে। ঘটনাস্থল থেকে ১২টি বুলেটের পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
সাইলেন্সার যুক্ত ৯এমএম বোরের পিস্তল থেকে কমপক্ষে ছয়টি গুলি করে হত্যা করা হয়েছে। এটি পেশাদার খুনিদের কাজ বলে জানিয়েছেন একজন পুলিশ কর্মকর্তা।
বেসরকারী স্টার টিভি চ্যানেল ও সংবাদ ব্লগ ব্লোকো ডটজিআরের হয়ে কাজ করতেন ইয়র্গস কারাইভাস।
কারাইভাসের হত্যার ঘটনার দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিস।
কেন্দ্র-সরকারের মুখপাত্র, অ্যারিস্টটেলিয়া পেলোনি বলেছেন, এই হত্যাকাণ্ড আমাদের সবাইকে হতভম্ভ করে দিয়েছে।
সরকারের এক মুখপাত্র বলেন, তার মৃত্যু আমাদের সবাইকে হতভম্ব করে দিয়েছে।
সহকর্মীরা জানিয়েছেন, কারায়েজ মৃত্যুর হুমকি পাননি এবং তারা ধারণাই করতে পারেন না যে তিনি হত্যার হিটলিস্টে থাকতে পারেন।
সংঘবদ্ধ অপরাধ ও দুর্নীতি নিয়ে কাজ করা কারাইভাসকে তার কাজের জন্য হত্যা করা হয়েছে কিনা তা নিয়ে তদন্ত করা দরকার বলে মন্তব্য করেছে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করা বিভিন্ন সংস্থা।