মাস্ক পরিধান ও অন্যান্য স্বাস্থ্যবিধি প্রতিপালন এবং বিকাল পাঁচটার মধ্যে দোকানপাট ও শপিংমল বন্ধ রাখা নিশ্চিতে মৌলভীবাজার শহরে মোবাইল কোর্ট পরিচালনা। ১৬ প্রতিষ্ঠানকে মোট ৩০,৪০০ টাকা অর্থদণ্ড প্রদান।অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানার তত্তাবধানে আজ ০৯ এপ্রিল ২০২১ খ্রিস্টাব্দ মৌলভীবাজার শহরে মাস্ক পরিধান ও অন্যান্য স্বাস্থ্যবিধি প্রতিপালন এবং বিকাল পাঁচটার মধ্যে দোকানপাট ও শপিংমল বন্ধ রাখা নিশ্চিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা কালে মৌলভীবাজার সদর থানা পুলিশের উপস্থিত ছিল।
স্বাস্থ্যবিধি ও অন্যান্য নিষেধাজ্ঞা যথাযথভাবে প্রতিপালন না করার কারণে ১৬টি প্রতিষ্ঠানকে মোট ৩০,৪০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে এবং সর্তক বার্তা জুড়ে দেওয়া হয়েছে।