নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের স্থানীয় জনতার হাতে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হক নারী সহ অবরুদ্ধ হয়েছিলেন। খবর পেয়ে হেফাজতের কর্মীরা রিসোর্টে ঢুকে ভাঙচুর চালায় এবং তাকে ছিনিয়ে নিয়ে গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মামুনুল হক একজন নারীসহ রিসোর্টে অবস্থান করছিলেন। এমন খবর পেয়ে স্থানীয়রা তাকে অবরুদ্ধ করে একটি কক্ষে আটকে রাখে।
স্থানীয় জনতাদের প্রশ্নের উত্তরে মামুনুল হক দাবি করেছেন, দুই বছর আগে তিনি ঐ নারীকে বিয়ে করেছেন এবং তিনি দ্বিতীয় স্ত্রী আমিনা তৈয়বাকে নিয়ে বেড়াতে এসে জনতার হাতে নাজেহাল হয়েছেন। মিডিয়া কর্মীরা, দ্বিতীয় স্ত্রীর বাড়ির ঠিকানা জানতে চাইলে মামুনুল হক তা জানাতে অস্বীকার করেন।
কক্ষের ভেতরে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদসহ সোনারাগাঁ থানার কর্মকর্তারা মামুনুল হককে জিজ্ঞাসাবাদকালে, হেফাজতের সমর্থকেরা রিসোর্টে ভাঙচুর চালিয়ে মামুনুল হককে ছিনিয়ে নিয়ে যায়।
এরপরেই আজ রাত ৮টার দিকে হেফাজতের নেতাকর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রেখেছে।