চুরি করে ধরা পরলো-
শাস্তি পাওয়ার কথা ছিলো,
নেতা যখন দালাল হলো,
অর্থকড়ির খেলা হলো,
চোর কিছুদিন হাজতবাসে ছিল,
চোর চোরের বন্ধু হলো।
সমাজবিরোধীদের আস্কারায়,
ঘুষখোরের রমরমা
ইয়াবা সেবা যত্রতত্র।
চোর-খুনীরা মিলেমিশে,
সাদা পোশাক গায়ে জড়ায়ে,
সমাজ চরিত্র বদলে দিচ্ছে।
রোদনে আক্ষেপে শোনা যায়,
ভাগ্য যে সহায় নয়,
ত্রাসে ভীতিতে আমজনতা কুঁকড়ে যায়।
কি হবে প্রতিবাদ করে!
লাজে ভয়ে মুখ লুকিয়ে
সব জনতা চুপ রয়।
যে শিশুটি জন্মেছে আজ
তার ভবিষ্যৎ ভাবছে কে?
রাত যদি জেগেই থাকে,
সূর্য যদি হারায় জ্যোতি,
অন্ধকারের অন্ধ হয়ে
ভাবি প্রজন্ম উঠবে বেড়ে।
কলঙ্কময় দিনলিপিতে
তোমাদের নাম লিখিত হবে।
রোদন আর হাহাকারে
সর্বনাশ যাবে না ঘুচে।
লজ্জা, ভয় ফেলে দিয়ে
এখনই ওঠো জেগে।