আজ সন্ধ্যায় চকবাজার থানা পুলিশ ও মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল পুরান ঢাকার লালবাগের জামেয়া কুরানিয়া আরাবিয়া ও চকবাজার এলাকায় জামেয়া ইসলামিয়া ইসলামবাগ মাদ্রাসা থেকে থেকে শতাধিক ৫৯০টী চাকু উদ্ধার করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের অতিরিক্ত উপ কমিশনার (চকবাজার) কুদরত ই খোদা জানান, শুক্রবার হেফাজত ইসলামের কর্মসূচি রয়েছে। সেই কর্মসূচি ঘিরে মাদ্রাসাটি থেকে নাশকতা চালানো হতে পারে বলে তথ্য রয়েছে। তার ভিত্তিতে গোয়েন্দা পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান শুরু করা হয়।
মাদ্রাসাদ্বয়ে অভিযান চালিয়ে পুলিশ জামেয়া ইসলামিয়া ইসলামবাগ মাদ্রাসা থেকে ১৭৫টি এবং জামেয়া কুরানিয়া আরাবিয়া থেকে ৪১৫টি চাকু উদ্ধার করা হয়েছে।
চাকুগুলো কোরবানির ঈদের সময় ব্যবহার করা হয় বলে দাবী করেছে কর্তৃপক্ষ।
পুরান ঢাকার চকবাজারের এই ‘জামেয়া ইসলামিয়া ইসলামবাদ’ মাদ্রাসা পরিচালনায় জড়িতরা হেফাজতে ইসলামের নেতত্বে রয়েছেন।
দেশে চলমান অস্থিরতায় চাকুগুলো যেন ব্যবহৃত না হয়, সে জন্য চাকুগুলো পুলিশ হেফাজতে থাকবে। তবে ঈদের সময় প্রয়োজন হলে চাকুগুলো ফিরিয়ে দেয়া হবে বলে জানান পুলিশ কর্মকর্তা।
উল্লেখ্য, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ব্যাপক তাণ্ডব চালায় হেফাজত কর্মীরা।