পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে।
দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফয়সাল সুলতান এক টুইট বার্তায় এ কথা জানিয়েছেন।
তিনি জানান, ৬৮-বছর বয়স্ক প্রধানমন্ত্রী ইমরান খান কোভিড-১৯ পজিটিভ বলে টেস্টে ধরা পড়েছে এবং তিনি এখন তার বাসভবনে আইসোলেশনে আছেন।
মাত্র দু’দিন আগই ইমরান খান করোনাভাইরাস-প্রতিরোধী একটি ভ্যাকসিন নিয়েছিলেন।
ভ্যাকসিন নিলে করোনাভাইরাস সংক্রমণ ঠেকানোর ক্ষমতা তৈরি হয়, কিন্তু এই ইমিউনিটি বা সুরক্ষা তৈরি হতে বেশ কয়েক সপ্তাহ সময় লাগে।
সে কারণে টিকা নেবার পরের কয়েক সপ্তাহ সময়কাল পর্যন্ত যে কেউ ভাইরাসে সংক্রমিত হতে পারেন – এমন সম্ভাবনা থেকে যায়।
রয়টার বার্তা সংস্থা জানাচ্ছে, প্রধানমন্ত্রী ইমরান খান গত কিছু দিনে নিয়মিত অনেকগুলো সভায় অংশ নিয়েছেন। এর মধ্যে একটি ছিল রাজধানী ইসলামাবাদে একটি নিরাপত্তা সম্মেলন – যাতে বহু লোক যোগ দিয়েছিলেন।
সেই সম্মেলনে মি. খান মাস্ক না পরেই বক্তৃতা দেন। এ ছাড়া গত শুক্রবার তিনি দরিদ্রদের জন্য একটি আবাসন প্রকল্প উদ্বোধন করার জন্য আরেকটি সভায় যোগ দেন।
পাকিস্তানের সাবেক ক্রিকেট অধিনায়ক ইমরান খান ২০১৮ সালের আগস্টে প্রধানমন্ত্রী হন।
যুক্তরাষ্ট্রের জন্স হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, পাকিস্তানে এ যাবৎ ৬২৩,১৩৫ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন এবং ১৩,৭৯৯ জন মারা গেছেন।
✍️এই নিবন্ধটি সাময়িকীর সুন্দর এবং সহজ জমা ফর্ম ব্যবহার করে তৈরি করা হয়েছে। আপনার লেখা জমাদিন!