মোহাম্মদ জাহিদুল ইসলাম
সাময়িকী.কম
দু’টো পেন্সিল
টেবিলের পেন্সিলদানিতে
দু’টি পেন্সিল মুখোমুখি,
কথা বলছে?
তাই হয় নাকি!
প্রতিদিন এমন হয় না;
প্রতিদিন তারা ভিন্নরকম।
অন্যরকম,
একে অন্যের খুব কাছে।
কখনোবা সটকে পড়ে দূরে- পেন্সিলদানির
বাইরে গুটিঁসুটি হয়ে অশ্রু বহায়।
প্রতিদিন কি কি কথা হয় তাদের মাঝে?
সাংসারিক না প্রেম-প্রণয়-
দু’টি পেন্সিল: একটা লাল একটা সবুজ।
ক্রমে ক্রমে ক্ষয়ে যাচ্ছে
শার্পনারের ধারালো আঘাতে।
পেন্সিল দু’টো একে অপরকে আগলে রাখছে,
হারিয়ে যেতে দেয় না ভারসাম্যের অলকে।
একদিন দেখলাম দু’টোই মেঝেতে উবু হয়ে পড়ে আছে।
একটা একটার উপরে
ওদের দেখে আমার খুব জানতে ইচ্ছে হল।
ওরা কি জীবন্ত;
শেষরাতে ওরা কি সঙ্গম করে?
সেকি- সঙ্গমের খাতিরে তবে
জড় জীব হয়ে উঠে!
-ভেবেই হাসি পেলো আমার।
কালো পেন্সিলদানিতে দু’টো পেন্সিল:
একটা লাল একটা সবুজ।