৬২ বছর আগে হজ যেমন ছিল (ছবিতে দেখুন)

ফয়সাল কবির
ফয়সাল কবির - ভারপ্রাপ্ত সম্পাদক
2 মিনিটে পড়ুন
সাময়িকী.কম

হজ ইসলামের চতুর্থ স্তম্ভ। হাজার বছর ধরে বিশ্বের সামর্থ্যবান মুসলমানরা হজ পালন করে আসছেন। তবে সব সময়ই সবকিছু একই রকম থাকেনি। দিনে দিনে হজ পালনের স্থানগুলোতে পরিবর্তন এসেছে। পরিবর্তন এসেছে স্থাপনাগুলোতেও।

ছবিতে দেখে নিন ১৯৫৩ সালে হজ পালন কীভাবে হতো। যদিও মাত্র ৬২ বছরের ব্যাপার, তবু পরিবর্তন কিন্তু কম হয়নি। বছর বছর হজ করতে যাওয়া মানুষের সংখ্যা বেড়ে চলায় অনেক কিছুতেই আনতে হয়েছে ব্যাপক পরিবর্তন। ছবিগুলো ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিনের একটি পুরনো সংখ্যায় প্রকাশিত হয়েছিল।

1432901228 ৬২ বছর আগে হজ যেমন ছিল (ছবিতে দেখুন)
অনেক হজযাত্রী মক্কা যেতেন ফেরিতে বা জাহাজে করে। ওই সময় বাণিজ্যিক বিমান পরিবহন ছিল শুরুর পর্যায়ে, আজকের দিনের মতো সব জায়গায় তা সহজলভ্য ছিল না।
1432901267 2 ৬২ বছর আগে হজ যেমন ছিল (ছবিতে দেখুন)
যাঁদের সামর্থ্য ছিল, তাঁরা আশপাশের দেশ থেকে ছোট ছোট বিমানে করে যেতেন মক্কায়।
1432901412 3 ৬২ বছর আগে হজ যেমন ছিল (ছবিতে দেখুন)
আজকের দিনের মতোই কোচে বা বাসে চড়ে এক স্থান থেকে আরেক স্থানে যেতেন হজে যাওয়া লোকজন।
1432901440 ৬২ বছর আগে হজ যেমন ছিল (ছবিতে দেখুন)
হজ পালনের স্থানগুলোতে শুধু মুসলিমরাই প্রবেশ করতে পারে।
1432901498 3 ৬২ বছর আগে হজ যেমন ছিল (ছবিতে দেখুন)
পবিত্র মসজিদের চারপাশে দেখা যাচ্ছে বাড়িঘর ও হোটেল। মসজিদটির সম্প্রসারণের জন্য এসব ঐতিহাসিক ভবনের অধিকাংশই ধ্বংস করতে হয়েছে।
1432901523 4 ৬২ বছর আগে হজ যেমন ছিল (ছবিতে দেখুন)
মক্কার একটি ব্যস্ত সড়ক। 
1432902581 5 ৬২ বছর আগে হজ যেমন ছিল (ছবিতে দেখুন)
মসজিদুল হারামের একটি প্রবেশপথ।

1432902607 6 ৬২ বছর আগে হজ যেমন ছিল (ছবিতে দেখুন)
মসজিদুল হারামের প্রবেশপথের বাইরে নামাজরত মুসল্লি।
1432902636 7 ৬২ বছর আগে হজ যেমন ছিল (ছবিতে দেখুন)
পবিত্র কাবা ও মাতাফ এলাকা। তখন বাড়তি কোনো ফ্লোর (তলা) ছিল না।

1432902665 8 ৬২ বছর আগে হজ যেমন ছিল (ছবিতে দেখুন)
ওই সময়কার পবিত্র কাবাঘরের একটি ছবি।
1432902693 9 ৬২ বছর আগে হজ যেমন ছিল (ছবিতে দেখুন)
হাজি, মুসল্লিরা তখন কাবাঘরে প্রবেশ করতে পারতেন।

1432902721 10 ৬২ বছর আগে হজ যেমন ছিল (ছবিতে দেখুন)
এখনকার মতো ভিড় থাকত না, তাই তাওয়াফ ছিল সহজ।
1432902753 11 ৬২ বছর আগে হজ যেমন ছিল (ছবিতে দেখুন)
মসজিদুল হারামের কাছে বাজার ও দোকান।

1432902787 13 ৬২ বছর আগে হজ যেমন ছিল (ছবিতে দেখুন)
মসজিদুল হারামের কাছে বাজার ও দোকান।

1432902813 14 ৬২ বছর আগে হজ যেমন ছিল (ছবিতে দেখুন)
মসজিদুল হারামের কাছে বাজার ও দোকান।
1432902884 15 ৬২ বছর আগে হজ যেমন ছিল (ছবিতে দেখুন)
পরিবহনের ক্ষেত্রে ব্যবহার হতো ঘোড়া আর ঘোড়ার গাড়িও।

1432902910 16 ৬২ বছর আগে হজ যেমন ছিল (ছবিতে দেখুন)
কোরবানির জন্য পশু পছন্দ করে কিনতে পারতেন সব হাজি।

1432902936 17 ৬২ বছর আগে হজ যেমন ছিল (ছবিতে দেখুন)
হজের সময় কেনা পশু নিজেদের কাছে রাখা যেত।
1432902965 18 ৬২ বছর আগে হজ যেমন ছিল (ছবিতে দেখুন)
কোরবানির পর পশুর দেহ পরিবহনে ব্যবহার করা হতো গাধা।

1432902997 19 ৬২ বছর আগে হজ যেমন ছিল (ছবিতে দেখুন)
মিনায় আগুন কিংবা স্টোভ ব্যবহার করে নিজেরাই রান্না করতে পারতেন হজে যাওয়া মুসলিমরা।

1432903026 20 ৬২ বছর আগে হজ যেমন ছিল (ছবিতে দেখুন)
কেনা উটের পাশে নামাজরত হাজি।
1432903461 21 ৬২ বছর আগে হজ যেমন ছিল (ছবিতে দেখুন)
আরাফাত পর্বতের পাশে আরাফাতের ময়দানে টাঙানো কিছু তাঁবু।

1432903486 22 ৬২ বছর আগে হজ যেমন ছিল (ছবিতে দেখুন)
জামারাত হিসেবে ছিল ছোট ছোট স্তম্ভ; শয়তানের প্রতীক হিসেবে যেখানে ঢিল ছোড়া হতো।

1432903523 23 ৬২ বছর আগে হজ যেমন ছিল (ছবিতে দেখুন)
মাথা মুড়াচ্ছেন এক হাজি।


গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
ভারপ্রাপ্ত সম্পাদক
অনুসরণ করুন:
কর্মজীবী এবং লেখক
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!