সাময়িকী.কম
টিউশন ফির ওপর আরোপিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে আন্দোলনরত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে রাপা প্লাজার সামনে এ হামলার ঘটনা ঘটে।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, রাত সাড়ে ৮টার দিকে ৩০/৪০ জন যুবক আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হঠাৎ করে হামলা চালায়। এ সময় হামলাকারীদেরকে ‘জয় বাংলা’ স্লোগান দিতে দেখা যায়।
হামলা চালানোর সময় শতাধিক পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকলেও তারা নীরব দাঁড়িয়ে থাকেন।
এরপর আন্দোলনরত শিক্ষার্থীরা আবারো সড়ক অবরোধ করার চেষ্টা করে। পুলিশ তাদের ধাওয়া দিলে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় ধানমন্ডি-মিরপুর সড়কে ফের যান চলাচল বন্ধ হয়ে যায়।