মৃত্যু তোমার কাছে মিনতি

ফয়সাল কবির
ফয়সাল কবির - ভারপ্রাপ্ত সম্পাদক
2 মিনিটে পড়ুন

মোঃ আব্দুল হাফিজ
সাময়িকী.কম

Praying Illustration মৃত্যু তোমার কাছে মিনতি

মৃত্যু তুমি নিষ্ঠুর,

তুমি সত্য ও সুন্দর।

কোথায়,

তুমি নেবে আমায়?

আছে কী সেথায় কোকিলের গান,

ভোরের শিশির ভেজা হাতছানি ভালবাসার।

তবু তুমি, নেবে আমায়!

আছে কী সেথায়-

কিশোর-কিশোরীর কণ্ঠে

“আমার সোনার বাংলা

আমি তোমায় ভালবাসি”

রবী ঠাকুরের অবিনাশী গান।

আর ডি এল রায়ের অমৃত সুধা-

“এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি ,

সকল দেশের রানী সে যে

আমার জন্মভূমি।”

বই পড়তে ভালবাসি খুবই।

বই-এর শুঁটকে গন্ধটাও আমার খুবই প্রিয়। জুটবে তো সেথায়?

শুঁটকে গন্ধযুক্ত সে বইগুলো-

আমার প্রিয় উপন্যাস, প্রফুল্ল রায়ের “মহাযুদ্ধের ঘোড়া” ও সমরেশের “গর্ভধারিনী “।

রবী ঠাকুরের গীত বিতান,নজরুলের “সঞ্চিতা “,শেক্সপিয়ার রচনা সমগ্র  ও আরো সব কবি ও লেখকদের লেখা।

বলো, নিষ্ঠুর মৃত্যু;

তুমিই বলো!

মা কী ডাকবে আমায়-

বলবে কী?খোকা সোনা, গেলি পড়ে!

আয়,কাছে আয়

ব্যাথা পেলি কোথায়?

বাবা কী ঘাড়ে নিয়ে

হাঁটাবে এ ঘর ও ঘর

হাত ধরে হাঁটাবে কী সারাটি বাজারময়?

“একমাত্র কন্যা আমার

বারবার ডাক দেয়;

বাবা ও বাবা

যখন কাক ডাকা ভোর;

বিছানা ছেড়েই বলে ওঠে

“ওঠো বাবা,খোলনা দোর।”

পিতা-কন্যার পবিত্র ভালবাসা;

প্রতীক্ষারত অভূক্ত স্ত্রীর ভালবাসা, যা কেবলই প্রেমময়।

একমুঠো ভাতের জন্য দিন-রাত পরিশ্রম করা শ্রমিকের ও বাপজান বলে অন্তরের ডাক-হাঁক,

তাদের কাছে যাবার তরে

ভাবাবে কী আমায়?

মৃত্যু, হে নিষ্ঠুর মৃত্যু

পিতৃ-মাতৃহীন শিশুদের দেখলেই আমার মন কেঁদে উঠে।

তাদের তরে সময় কাটাতে খুবই ভালোবাসি এবং সপ্তাহে অন্তত একবার।

ও আমার সত্য-সুন্দর মৃত্যু,

তুমিই বলো!

থাকবে তো সেথায়-

সেই সব সুন্দর মুখগুলো।

তুমি ছাড়বেনা জানি

তবু আমার এটুকু মিনতি-

ভালবাসাহীন করোনা আমায়!

আমিতো ভালোবাসাহীন হতে চাই না!


রচনাকাল:

০২/০১/২০১৫


গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
ভারপ্রাপ্ত সম্পাদক
অনুসরণ করুন:
কর্মজীবী এবং লেখক
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!