সাময়িকী.কম
১৯ আগস্ট ১৯৩৫ সালে ফেনী জেলায় জন্ম জহির রায়হানের। লেখাপড়া শুরু কলকাতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ১৯৪৭ সালে দেশবিভাগের পর তিনি পরিবারের সঙ্গে কলকাতা থেকে বাংলাদেশে চলে আসেন। তাঁর সাহিত্যিক ও সাংবাদিক জীবন শুরু যুগের আলো পত্রিকায়। পরবর্তী সময়ে খাপছাড়া, যান্ত্রিক, সিনেমা ইত্যাদি পত্রিকায়ও কাজ করেন। চলচ্চিত্রজগতে তাঁর পদার্পণ ঘটে ১৯৫৭ সালে। দেশ স্বাধীন হবার পর তাঁর নিখোঁজ ভাই শহীদুল্লা কায়সারকে খুঁজতে মিরপুরে গিয়ে আর ফিরে আসেননি তিনি। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ-উপন্যাস : শেষ বিকেলের মেয়ে, হাজার বছর ধরে, আরেক ফাল্গুন, বরফ গলা নদী, আর কত দিন, একুশে ফেব্রুয়ারি। গল্পগ্রন্থ : সূর্যগ্রহণ, সোনার হরিণ, সময়ের প্রয়োজনে, হারানো বলয়, ভাঙাচোরা, অপরাধ, জন্মান্তর, কয়েকটি সংলাপ, একুশের গল্প। অন্যান্য রচনা : পাকিস্তান থেকে বাংলাদেশ (প্রবন্ধ), অক্টোবর বিপ্লব ও সোভিয়েত চলচ্চিত্র (প্রবন্ধ), ওদের জানিয়ে দাও (কবিতা)। চলচ্চিত্র : জাগো হুয়া সাবেরা, এদেশ তোমার আমার, যে নদী মরুপথে, কখনো আসেনি, সোনার কাজল, বেহুলা, আনোয়ারা, একুশে ফেব্রুয়ারি, জীবন থেকে নেয়া, স্টপ জেনোসাইড, চিলড্রেন অব বাংলাদেশ প্রভৃতি। পুরস্কার পান-আদমজী সাহিত্য পুরস্কার, নিগার পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদক ও স্বাধীনতা দিবস পুরস্কার।