সাময়িকী.কম
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ার মানশেরা জেলায় বৃহস্পতিবার (৬ আগস্ট) একটি সেনা হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত নয়জন নিহত হয়েছে। খবর ডননিউজের।
বৃহস্পতিবার সন্ধ্যায় জেলার শ্রীকটে এ দুর্ঘটনা ঘটে। তবে নিহতদের মধ্যে সেনা সদস্য রয়েছে কিনা তা জানা যায়নি।
মানসেরা জেলা পুলিশ কর্মকতা মুজিবুর রেহমান বিষয়টি নিশ্চিত করে জানান, হেলিকপ্টারটিতে থাকা ৯ জনের সবাই নিহত হয়েছেন। একটি উদ্ধারকারী দল এরই মধ্যে ঘটনাস্থলে রওনা হয়েছে।
আইএসপিআরের (আন্তঃবাহিনী গণসংযোগ পরিদফতর) পক্ষ থেকে জানানো হয়েছে, হেলিকপ্টারটি রাওয়ালপিন্ডির চাকাল থেকে চিকিৎসা উপকরণ নিয়ে গিলগিটের বন্যাদুর্গত এলাকায় যাচ্ছিল। পথে শ্রীকটে দুর্ঘটনার কবলে পড়ে। তবে দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।