ছবি : সাময়িকী.কম |
১৭ জুলাই : সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতারসহ আরব বিশ্বের বিভিন্ন দেশে আজ শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদ্যাপন করা হচ্ছে। এই খুশির জোয়ার ছড়িয়ে পড়েছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন ও থাইল্যান্ডসহ প্রাচ্যের কয়েকটি দেশেও।
বৃহস্পতিবার সন্ধ্যায় শাওয়ালের চাঁদ দেখার পর সৌদি আরবের সুপ্রিম কোর্টের বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সি ঈদ উদযাপনের খবরটি প্রকাশ করে।
সৌদি আরবে শুক্রবার ফজরের নামাজ আদায়ের পরপরই ঈদের জামাতে অংশ নেন ধর্মপ্রাণ মুসলমানরা। রিয়াদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় ধীরাস্থ জাতীয় মসজিদে সকাল ৫টা ৩৫ মিনিটে। ইমামতি করেন সৌদি গ্র্যান্ড মুফতি আব্দুল আজিজ আল আশ শেইখ।
জাতীয় মসজিদের ভেতরে প্রথম সারিতে ঈদের নামাজ আদায় করেন সৌদি আরবের বেশ কয়েকজন আমির ও শেখ। নামাজ শেষে তারা কোলাকুলি করে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের আরো ১০টি দেশে আগামীকাল পবিত্র ঈদ-উল ফিতর উদযাপিত হচ্ছে। এ ছাড়া ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন ও থাইল্যান্ডসহ প্রাচ্যের কয়েকটি দেশেও ঈদ পালিত হচ্ছে।