মাহমুদ নজির
সাময়িকী.কম
তুমি আমার ফুলেশ্বরী
সবুজ বনবীথি,
বুকের ভিতর ঢেউ খেলে যায়
তোমার প্রেমের স্মৃতি!
সেই যে কবে ছেড়ে এলাম
সেই যে কবে দেখা,
দূর প্রবাসে এখন আমি
গুনছি সময় একা।
ঘুম ধরেনা চোখের পাতায়
তোমায় ভেবে ভেবে,
তুমি ছাড়া কে আর বলো
শীতল পরশ দেবে?
না পাই খুঁজে সবুজ ছায়া
ধূসর মরুর বুকে,
দারুণ কষ্টে জেগে আছি
শুধুই ধুকে ধুকে!
সবুজ বনবীথি,
বুকের ভিতর ঢেউ খেলে যায়
তোমার প্রেমের স্মৃতি!
সেই যে কবে ছেড়ে এলাম
সেই যে কবে দেখা,
দূর প্রবাসে এখন আমি
গুনছি সময় একা।
ঘুম ধরেনা চোখের পাতায়
তোমায় ভেবে ভেবে,
তুমি ছাড়া কে আর বলো
শীতল পরশ দেবে?
না পাই খুঁজে সবুজ ছায়া
ধূসর মরুর বুকে,
দারুণ কষ্টে জেগে আছি
শুধুই ধুকে ধুকে!
সোনাপুর, দুবাই